ভাই বউ-এর কান ছিঁড়ে নিল দাদা
ভাসুরের হাতে বৃদ্ধ শ্বশুরকে লাঞ্ছিত হতে দেখে স্থির থাকতে পারেননি বাড়ির অন্যান্য সদস্যরাও। প্রতিবাদ করেছিলেন বাড়ির বধূও। বধূর প্রতিবাদ মেনে নিতে পারেনি ভাসুর। ভ্রাতৃবধূর কানের দুল ধরে টান দিতেই ছিঁড়ে যায় কান। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার নাথিনগর গ্রামে। বর্তমানে ওই বধূ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
নাথিনগর গ্রামের বাসিন্দা আনজুর আলম। এদিন তিনি বলেন, মাঝেমধ্যেই তাঁর বাবা মাজেদ আলির (৭০) উপর কারণে অকারণে অত্যাচার চালায় তাঁর দাদা আবু খাতিয়ান। বৃদ্ধ বাবাকে মারধর করতেও পিছু-পা হয় না সে। এনিয়ে অনেকবার তাঁরা প্রতিবাদ করেছেন। কিন্তু তাঁর দাদার স্বভাব বদলানো যায়নি। গতকাল রাতেও তাঁর বাবাকে মারধর শুরু করে সে। চোখের সামনে বৃদ্ধ বাবার উপর হওয়া অত্যাচার তাঁরা মেনে নিতে পারেননি। তাঁরা সকলেই তার প্রতিবাদ করেন। প্রতিবাদ করেন তাঁর স্ত্রী মাসুদা বিবিও (২৭)। তখনই তাঁর স্ত্রীর কানের দুল ধরে টান মারে দাদা। কান ছিঁড়ে যায় তাঁর স্ত্রী'র। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
আনজুর সাহেব আরো জানান, ঘটনাটি নিয়ে পারিবারিকভাবেই মীমাংসা হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই তিনি এনিয়ে পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ জানাননি। তবে বিষয়টির মীমাংসা না হলে তিনি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হবেন।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।
Tags: