পেপার হকারদের সাইকেল দিল ইংরেজবাজার পুরসভা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ ও উপ-পুরপ্রধান দুলাল সরকারের সহযোগিতায় ইংরেজবাজার পুরসভার পুরপ্রতিনিধিদের পক্ষ থেকে বুধবার বিকেলে জেলার সংবাদপত্র বাহকদের হাতে সাইকেল তুলে দেওয়া হল।
পুরপ্রধান নীহারবাবু বলেন ৮৭ জন সংবাদপত্র বাহকের হাতে এদিন সাইকেল তুলে দেওয়া হল। এঁদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের বসার ব্যবস্থা করে দেওয়া। কারণ তাঁদের বর্ষাকালে খোলা আকাশের নিচে কাগজ সর্টিং করতে অসুবিধা হয়। পুরসভার পক্ষ থেকে অবিলম্বে তাঁদের একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া পুরপতি তাঁদের ট্রেড লাইসেন্স-এর জন্য অবিলম্বে আবেদন করার অনুরোধ করেন। আরো বলেন সংবাদপত্র বাহকেরা, পরিবারের ভবিষ্যতের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পে মাসে মাত্র ৫০ টাকা জমা দিয়ে মালদা মুখ্য ডাকঘরে যেন পাসবুক খোলার আবেদন করেন। পুরসভার পক্ষ থেকে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট করে দেবার আশ্বাস দেওয়া হয়।
ভিডিয়োঃ ক্রিতাঙ্ক