আগুনে ভস্মীভূত দোকান
গভীর রাতে আগুনে ভস্মীভূত দর্জির দোকান। অভিযোগ উঠেছে পরিকল্পনা করে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ হলেও দোকানের সর্বস্ব পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বিমল দাস কলোনি বাজার এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
বিমল দাস কলোনি বাজার এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে দর্জির দোকান চালান মণ্টু গুপ্ত। মন্টুবাবুর সুন্দর কাজের জন্য দোকানটির যথেষ্ট প্রচলিত এলাকায়। সোমবার ভোর রাতে স্থানীয়দের মারফৎ মন্টুবাবু জানতে পারেন দোকানে আগুন লাগার কথা। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানে থাকা সমস্ত কাপড় ও মেশিন পুড়ে যায়। তবে অল্পের জন্য আগুনের কবল থেকে বেঁচে যায় পাশের দোকানগুলি।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা। তিনি জানান, এই দর্জির দোকানে কেউ বা কারা আগুন লাগিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়েছে। ঘটনার পেছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি আমরা রেখেছি। মণ্টুবাবুকে আর্থিক সাহায্য দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা চালানো হচ্ছে।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।