পাইপগান ও তাজা কার্তুজ উদ্ধার
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ জহুরাতলার কুমারপুরের একটি আমবাগানে হানা দিয়ে এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও একটি তাজা কার্তুজ। এদিন ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানা নিজেদের হেফাজতে নিয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা যায় এ.এস.আই বিশ্বজিৎ গুহর নেতৃত্বে পুলিশের একটি দল জহুরাতলার কুমারপুর বাগানে হানা দিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করে। কুখ্যাত এই যুবক এলাকাতে অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল বলে পুলিশের অনুমান। ধৃত যুবকের নাম হাবিব মহলদার (২৫)। সে জহুরাতলার কুমারপুরের বাসিন্দা।

11 views