মালদায় দ্বিতীয় কোর্টের উদ্বোধন
মালদা জেলায় চালু হল সিনিয়র কোর্ট অফ সেকেন্ড জজ (দ্বিতীয় কোর্ট)। এদিন এই দ্বিতীয় কোর্টের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ। সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে এই দ্বিতীয় কোর্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা আদালতের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেসনস জজ উদয় কুমার সহ অন্যান্য আইনজীবীরা।
বিচারপতি শিবকান্ত প্রসাদ জানান, যে সমস্ত মামলাগুলি ৫ থেকে ১০ বছর পুরোনো হয়ে গিয়েছে, সেই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই কোর্ট চালু করা হল। তবে এই কোর্টের পরিকাঠামো দেখে তিনি সন্তুষ্ট নন। একটি স্টেডিয়ামের মধ্যে আদালতের কাজকর্ম সঠিকভাবে চলতে পারে না। তাছাড়া এখানকার পরিসরও খুব কম। শুধু আদালতের কাজে আসা মানুষজনই নয়, পুলিশকর্মীদের জন্যও যথেষ্ট জায়গা নেই। এই বিষয়গুলি রাজ্য সরকারের দেখা উচিত। উপযুক্ত পরিকাঠামো ছাড়া কোনও আদালত ঠিকমতো চলতে পারে না।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।