মুখ্যমন্ত্রীর সভা শেষে আড্ডাস্থল পরিণত হল রণক্ষেত্রে
গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর জনসভায়। সভা থেকে বাড়ি ফেরার পর রাতে দলীয় পঞ্চায়েত সদস্যের ভাইয়ের হামলায় গুরুতর আহত হলেন এক তৃণমূল কর্মী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রাম পঞ্চায়েতের আটগামা গ্রামে। আহত তৃণমূল কর্মীকে রাতে স্থানীয় মিলকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
৩৫ বছরের আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আকিদুল মোমিন। গতকাল মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়িতেও ফিরে যান। অভিযোগ, রাতে দলীয় স্থানীয় পঞ্চায়েত সদস্য মইনুল মোমিনের বাড়িতে বসে আরও অনেকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আকিদুল। সেই সময় সেখানে হাজির হয় পঞ্চায়েত সদস্যের ভাই আজিজুর মোমিন। আড্ডা চলাকালীন আজিজুর তৃণমূলকে গালাগালি শুরু করে। এবার কংগ্রেসের টিকিটে ওই বুথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানায় সে। ক্রমে আড্ডাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। সেই সময় আজিজুর ধারালো অস্ত্র নিয়ে উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাত লাগে আকিদুলের। সেখানে উপস্থিত অন্যান্যরাই তাঁকে উদ্ধার করে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে মালদা মেডিকেলে রেফার করা হয়। এই ঘটনায় এদিন মিলকি ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে আকিদুলের পরিবার।
মিলকি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কেন এমন ঘটনা ঘটল,তা জানার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্সঅ্যাবে।
Tags: