কুয়াশায় দুর্ঘটনার শিকার তিন
ফের কুয়াশার শিকার তিনজন সাধারণ মানুষ৷ আজ সকালে ঘন কুয়াশায় দুর্ঘটনার মুখে পড়েছেন তাঁরা৷ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাটটারি এলাকায়৷ দুর্ঘটনায় কারোর প্রাণ না গেলেও লরির ধাক্কায় দুই পা ভেঙেছে সপ্তম শ্রেণির এক ছাত্রের৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গোটা ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সাটটারি এলাকার কাগমারি গ্রামে আত্মীয়ের বাড়িতে যান কালিয়াচকের বাসিন্দা জিতেন চৌধুরি (২২)৷ তিনি পেশায় ভিন রাজ্যের শ্রমিক৷ এদিন সকাল সোওয়া ৬টা নাগাদ জিতেনকে বাস ধরানোর জন্য সাটটারি বাস স্ট্যান্ডে ছাড়তে যান তাঁর পরিজনরা৷ জিতেনের সঙ্গে ছিলেন রাজু চৌধুরি (১৯) ও পিযূষ চৌধুরি (১২)৷ স্থানীয় দুর্লভপুর হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পিযূষ৷ বাস স্ট্যান্ডে মালদা-কালিয়াচক রাজ্য সড়ক পেরোনোর সময় মালদামুখী একটি বালি বোঝাই লরি তিনজনকেই ধাক্কা মারে৷ এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে যায় লরিটি৷ সেই দৃশ্য দেখে স্থানীয় মানুষজন ঘটনাস্থলের দিকে দৌড়ে আসেন৷ সুযোগ বুঝে লরির চালক ও খালাসি পালিয়ে যায়৷ স্থানীয়রাই আহত তিনজনকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন৷ খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করে৷ পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সকালের ঘন কুয়াশাই দুর্ঘটনার কারণ৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।