ভিন রাজ্যে মালদার শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত
ভুটানে কাজে গিয়ে মৃত্যু হল ইংরেজবাজার থানার নতুন নঘরিয়া গ্রামের এক শ্রমিকের৷ এদিন মৃত শ্রমিকের দেহ গ্রামে ফিরে আসে৷ ঘটনার প্রেক্ষিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যেই ভিন রাজ্যে কাজে গিয়ে জেলার শ্রমিকদের মৃত্যুর খবর উঠে আসছে৷ এবার সেই তালিকায় নাম লেখালেন ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘরিয়া গ্রামের বাসিন্দা সফিকুল শেখ৷ তাঁর বাবা মঙলু শেখ জানান, কয়েক মাস আগে ভুটানের ছাতুটপ এলাকায় টাওয়ার নির্মাণের কাজ করতে যায় তাঁর ছেলে৷ মাস খানেক আগে সে বাড়ি এসেছিল৷ ২০ দিন বাড়িতে কাটানোর পর সে আবার ভুটানে কাজে ফিরে যায়৷ সেখানকারই এক ঠিকাদার সংস্থার অধীনে কাজ করছিল সে৷ গত শনিবার কাজ চলাকালীন পা পিছলে ৬০০ মিটার গভীর খাদে পড়ে যান তাঁর ছেলে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷
আগের খবরঃ আবার রাজস্থানে খুন মালদার এক শ্রমিক
মঙলু শেখের ৩ ছেলের মধ্যে সফিকুলই বড়ো৷ ১৩ বছর আগে তাঁর বিয়ে হয় আনসারা খাতুনের সঙ্গে৷ তাঁদের দুই মেয়ে, এক ছেলে৷ তিন ছেলেমেয়েই স্কুলে পড়ে৷ শনিবার দুপুরে সফিকুল ও আরও কয়েকজন শ্রমিক দড়ি বেঁধে একটি স্তম্ভ সোজা করার চেষ্টা করছিলেন৷ তখনই দুর্ঘটনাবশত পা পিছলে গভীর খাদে পড়ে যান তিনি৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷ অনেক খোঁজাখুঁজির পর ভুটান পুলিশ ও সঙ্গীরা সফিকুলের মৃতদেহের সন্ধান পায়৷ এদিন সফিকুলের দেহ গ্রামে ফিরে আসলে এলাকায় কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়৷