ফুটপাথ সবুজায়নে ইংরেজবাজার
গ্রিন সিটি মিশন প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকাগুলি সবুজায়নে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। আর সেই প্রকল্পের অধীনে মালদার ইংরেজবাজার পুরসভা এলাকার রাস্তাসহ ফুটপাত সবুজায়নের সৌন্দর্যে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার সেই কাজের শুভ সূচনা করলেন পুরসভার চেয়ারম্যান ও বিভিন্ন কাউন্সিলারগণ।
গতকাল মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় কাজের শুভসূচনা করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ সহ ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। পুরসভা সূত্রে জানা গেছে যে, পোস্ট অফিস মোড় (বর্তমানে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী চক) থেকে শহরের বিমল দাস মূর্তি পৰ্যন্ত সমস্ত ফুটপাথ সবুজায়নের সৌন্দর্যে সাজিয়ে তোলা হবে। এই কাজের জন্য ৪৩ লক্ষ ৬৩ হাজার ৮৪০ টাকা বরাদ্দ করা হয়েছে।
পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, জেলাবাসীকে গাছের সবুজে পূর্ণ শহর তুলে দিতে ইংরেজবাজার পুরসভা অঙ্গীকারবদ্ধ। আগামী ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে বলে আশা করছেন তিনি। এর সাথে সাথে যে সমস্ত ফুটপাথ অবৈধভাবে দখল করে ব্যবসা চলছে সেগুলো থেকে উচ্ছেদ করা হবে অবৈধ দখলকারী ব্যবসায়ীদের। এছাড়াও পুর এলাকা জুড়ে একাধিক কাজ রয়েছে যেগুলি আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।
অন্যদিকে ওপর একটি অনুষ্ঠানে শহরের অভিরামপুর বাঁধ সংলগ্ন এলাকায় কচিকাঁচাদের খেলার জন্য ২০০ মিটার লম্বা ও ৩০ মিটার চওড়া একটি পার্ক নির্মাণ করা হবে। এই পার্ক নির্মাণে ১৯ লক্ষ ৪০ হাজার ৮৬৫ টাকা বরাদ্দ করা হয়েছে।