মহিলাকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা
শহরের ব্যস্ততম কৃষ্ণপল্লী এলাকায় জাতীয় সড়ক থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা মালদায়। প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় অবশেষে মহিলাকে রাস্তায় ফেলে পালায় গাড়ি চালক। শনিবার সকালে স্থানীয়রা গাড়ি আটক করলেও অভিযুক্ত চালক পলাতক। পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ বছর তিরিশের এক মানসিক ভারসাম্যহীন মহিলা কৃষ্ণপল্লী এলাকায় জাতীয় সড়কের পাশে বসেছিলেন। সেই সময় একটি ম্যাজিক ব্র্যান্ডের গাড়িতে মহিলাকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে গাড়ি চালক। প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই তারা গাড়িটির পেছনে ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলাকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। শনিবার সকালে ওই ম্যাজিক গাড়িটি শহরে আসতেই চালককে চিনে ফেলে স্থানীয়রা। গাড়ি আটকে চালককে মারধর করা হয়। কিন্তু সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত চালক। অভিযুক্ত চালক পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করে স্থানীয়রা। ইংরেজবাজার থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছে।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।