শহরে ব্যবসায়ীর বাড়িতে চোরের হামলা
পারিবারিক কাজে স্ত্রীকে নিয়ে কলকাতা গিয়েছিলেন মালদা শহরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা যুগলকিশোর আগরওয়ালা। কাজ সেরে এদিন দুপুরেই বাড়ি ফেরেন তাঁরা। বাড়ির দরজায় দাঁড়াতেই মাথায় হাত তাঁদের। বাড়ির মূল গেটের তালা ভাঙা। ভিতরে ঢুকতেই বুঝে যান, আশঙ্কা সঠিক। বাড়িতে তাঁরা না থাকাকালীন নিঃশব্দে হামলা চালিয়েছে চোরের দল। পরে হিসাব করে তাঁরা দেখেন, নগদ ও অলঙ্কার মিলিয়ে খোওয়া গিয়েছে লাখ দশেক টাকা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন ইংরেজবাজার থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে জনবহুল এলাকায় মূল রাস্তার ধারে থাকা বাড়িতে এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অস্বস্তিতে পুলিশও।
যুগলবাবু মালদা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে স্ত্রী রেণুদেবীকে নিয়েই বাড়িতে থাকেন তিনি। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। একমাত্র ছেলে মনোজ দিল্লিতে কর্মরত। ব্যাবসার প্রয়োজনে মাঝেমধ্যেই কলকাতায় যেতে হয় যুগলবাবুকে। তাঁর আত্মীয়স্বজনরাও কলকাতায় থাকেন। পারিবারিক কাজে গত ৭ নভেম্বর স্ত্রীকে নিয়েই কলকাতায় গিয়েছিলেন তিনি। এদিন দুপুরে তাঁরা বাড়ি ফিরে আসেন।
যুগলবাবু জানান, এদিন দুপুরে বাড়ি ফিরতেই তাঁরা দেখতে পান, মূল গেটের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, চারটি দরজার তালা লাগানোর অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। চারটি আলমারিও ভাঙা। সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তাঁরা বুঝে যান, বাড়িতে চোরের হামলা ঘটেছে। পরে হিসাব মিলিয়ে তাঁরা দেখেন, প্রায় ১০ ভরি সোনা ও ২ কিলো চাঁদির গয়না, লক্ষাধিক টাকা সহ অন্যান্য দামি জিনিসপত্র খোওয়া গিয়েছে। সব কিছু মিলিয়ে চুরি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। যুগলবাবু আরও বলেন, আগে বাইরে গেলে তাঁর গাড়ির চালক বাড়িতে থাকতেন। কিন্তু তিনি কাজ ছেড়ে দিয়েছেন। তাই এবার বাড়িতে তালা দিয়েই তাঁরা কলকাতা গিয়েছিলেন।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে যুগলবাবুদের পুরোনো গাড়িচালকের ভূমিকাও। তবে শহরের জনবহুল জায়গায়, মূল রাস্তার ধারে থাকা বাড়িতে এমন চুরির ঘটনায় আশঙ্কায় শহরবাসী।