জুয়ার প্রতিবাদ করে আক্রান্ত কৃষক
ইংরেজবাজার ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের নওদাবাজার গ্রামে কলাই চাষের জমিতে জুয়ার আসর বসানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক কৃষক৷ আক্রান্ত কৃষক বয়স সাতাশের নাম মইম শেখ৷ বাড়ি নওদাবাজার গ্রামেই৷ এলাকায় তাঁর ৩ বিঘা কৃষিজমি রয়েছে৷ সেই জমিতে এখন কলাই চাষ করছেন তিনি৷ গতকাল রাতে সেই জমিতেই পাহারা দিচ্ছিলেন তিনি৷ অভিযোগ, গতকাল রাতে ওই জমিতেই জুয়ার আসর বসায় এলাকার বাসিন্দা এক্রামূল শেখ সহ আরও কয়েকজন যুবক৷ তা দেখে প্রতিবাদ করেন মইম৷ এরপরেই জুয়াড়িরা মইমের মাথায় ধারালো হাঁসুয়ার কোপ বসিয়ে দেয়৷ মইমের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা৷ ছুটে আসেন মইমের পরিবারের সদস্যরাও৷ অত লোক দেখে জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়ে যায় এক্রামূল৷ তাকে গণধোলাই দেন এলাকাবাসী৷ এদিন ভোরে দুজনকেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷
মইমের ভাই আসফাক শেখ বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতেও তাঁর দাদা কলাই জমি পাহারা দিতে গিয়েছিলেন৷ সেই সময় জমিতে জুয়ার আসর বসায় গ্রামেরই কিছু যুবক৷ দাদা তার প্রতিবাদ করলে তারা তাঁর মাথায় ধারালো হাঁসুয়ার কোপ বসিয়ে দেয়৷ খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে দাদাকে উদ্ধার করে এদিন ভোরে মালদা মেডিক্যালে ভর্তি করেছেন৷ এই ঘটনায় এক্রামূলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷