শীঘ্রই বিমান উড়বে মালদায়, রাজ্যের ১৭ কোটি বরাদ্দ
মালদায় বিমান পরিষেবা চালুর জন্য বিভিন্ন সময় রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে জেলার বিভিন্ন সংগঠন, এমনকি সাধারণ মানুষও৷ এবার খুব তাড়াতাড়ি মালদাতেও চালু হতে চলেছে বিমান পরিষেবা৷ এই বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই ১৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার৷ বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও জেলা পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যেই বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ করা হবে৷ প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেওয়া হবে৷

উল্লেখ্য, অনেকদিন আগে এই বিমানবন্দর দিয়ে ছোটো বিমান পরিষেবা চালু করা হলেও কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়৷ বর্তমান রাজ্য সরকার এই বিমানবন্দর দিয়ে কিছুদিন হেলিকপ্টার সার্ভিসও চালু করেছিল৷ কিন্তু সেই পরিষেবাও এখন বন্ধ৷ এদিকে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে বিমানবন্দরের অনেক জমিও জবরদখল হয়ে গিয়েছে৷ বিমানবন্দরের পাশে গড়ে উঠেছে হাইরাইজ বিল্ডিং৷ এরই মধ্যে রাজ্য সরকার রাজ্যের ৬টি জেলা থেকে বিমান পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে৷ তার মধ্যে রয়েছে মালদা জেলাও৷ সেই লক্ষ্যেই মালদা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নে হাত দিয়েছে রাজ্য৷
মালদা বিমানবন্দরের ম্যানেজার অরবিন্দ সাহা জানিয়েছেন, এই বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আপাতত ১৭ কোটি টাকা বরাদ্দ করেছে৷ সেই টাকায় পরিকাঠামো উন্নয়নের কাজও শুরু করা হয়েছে৷ আপাতত ৪টি জেসিপি দিয়ে বিমানবন্দর পরিষ্কার করার কাজ চলছে৷ এরপর বিমানবন্দরের মেঝে অর্থাৎ কংক্রিটের রানওয়ে নির্মাণ করা হবে৷ তৈরি হবে ট্যাক্সিস্ট্যান্ড৷ অরবিন্দবাবু আরও জানান, আপাতত ৩৯ আসনবিশিষ্ট বিমান চলাচলের জন্য পরিকাঠামো এখানে তৈরি করা হচ্ছে৷
বর্তমানে বিমানবন্দর পরিকাঠামো উন্নয়নের কাজ চালাচ্ছে জেলা পূর্ত দপ্তর৷ দপ্তরের এগজিকিউটডিভ ইঞ্জিনিয়ার (রোডস-সিভিল) সুব্রতকুমার মল্লিক জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করে দেওয়া হবে৷ পরবর্তীতে লাউঞ্জ নির্মাণ সহ দ্বিতীয় পর্যায়ের কাজ করা হবে৷ তার মধ্যে বিমানবন্দর সংলগ্ন এলাকার রাস্তাঘাটেরও সংস্কার করা হবে৷