জেলার ডেঙ্গি প্রতিরোধে ডেপুটেশনে এসইউসিআই
চলতি বছরে মালদা জেলায় ডেঙ্গি মহামারির রূপ নিয়েছে বলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রশাসনিকভাবে কোনো তৎপরতা ডেঙ্গি উপদ্রুত অঞ্চলে দেখা যাচ্ছে না। ডেঙ্গির জন্য পৃথক সেল তৈরি না করায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও মেডিক্যাল কলেজে রোগির চাপ বেড়েই চলেছে। ফলে মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার করতে গিয়ে ব্যয়বহুল চিকিৎসার ফাঁদে পড়ছে। প্লেটলেটের জন্যও রুগির পরিবারকে হয়রান হতে হচ্ছে। এসইউসিআই মালদা জেলা কমিটির পক্ষ থেকে গৌতম সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার ডেঙ্গি প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা, সারা বছর ধরে মশা মারার উপযুক্ত ব্যবস্থা নেওয়া, মৃতের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিসহ ১০ দফা দাবিতে জেলাশাসক ও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেয়। যদিও তাদের দাবি খণ্ডন করে অতিরিক্ত জেলাশাসক জানান তাঁরা সমস্ত দাবি অনুযায়ী ডেঙ্গি নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পূর্ণ করে ফেলেছেন। তিনি আরও জানান এখন ডেঙ্গি নিয়ন্ত্রণে কিন্তু বাস্তব পরিস্থিতি ঠিক উল্টো।