জুয়ার থেকে পুলিশের হানা, গ্রেফতার ১৭
হাতে গোনা কয়েকদিন। তারপরেই কালীপুজো। নির্দিষ্ট সেই দিনের আগে নিজেদের কলাকৌশল ঝালিয়ে নিতে শুরু করেছে জুয়াড়িরাও। গোপন সূত্রের খবর পেয়ে এমনই এক জুয়ার ঠেকে অভিযান চালাল ইংরেজবাজার থানার পুলিশ। অভিযানে নগদ টাকা ও জুয়ার বোর্ডের সরঞ্জাম সহ ১৭ জন জুয়াড়িকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। এদিন ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে সবাইকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সারা রাত রাতে ডিএসপি (সদর) দিলীপ হাজরার নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ দল ও ইংরেজবাজার থানা এলাকার বিভিন্ন জায়গায় জুয়ার ঠেকের বিরুদ্ধে অভিযান চালায়। তখনই নিজস্ব সূত্রে পুলিশ জানতে পারে, মালদা শহরের বক্ষাটুলি এলাকায় হাসান আলির বাড়িতে জুয়ার বোর্ড বসেছে। খবর পেয়েই হাসান আলির বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়ির দোতালার ঘরে চলতে থাকা জুয়ার আসরে ঢুকে বাড়ির মালিক হাসান আলি সহ গ্রেফতার করা হয় ১৭ জন জুয়াড়িকে। ধৃতদের সবার বাড়ি মালদা শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ জুয়ার আসর থেকে প্রায় ১৩ হাজার টাকা নগদ, জুয়ার বোর্ড, তাস সহ ৫-৬ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, হাসান আলি বেশ কিছু দিন ধরেই টাকার বিনিময়ে বাড়িতে জুয়ার আসর বসাত। ধৃত ১৭ জনকেই এদিন ইংরেজবাজার থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে।
Tags: