শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশের রুটমার্চ
পঞ্চায়েত নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রুখতে রুটমার্চ শুরু করল মালদা জেলা পুলিশ। ইরেজবাজার পুলিশের পক্ষ থেকে বাগবাড়ি, ৫২ বিঘা, অমৃতি, মিলকি, শোভানগর সহ বেশ কিছু এলাকায় রুটমার্চ হয়। এই মার্চে উপস্থিত ছিলেন জেলা পুলিশের (সদর) ডেপুটি পুলিশ সুপার বিপুল মজুমদার, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্য পুলিশকর্মীরা। মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে রুটমার্চ শুরু করা হয়েছে। ভোটের দিন পর্যন্ত প্রতিদিন এই রুটমার্চ চলবে। খুব শীঘ্রই ২,০০০ বহিরাগত পুলিশকর্মী পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলায় মোতায়েন করা হবে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
5 views