গম্ভীরা শিল্পী মটর ও নীরুবাবুর মূর্তি স্থাপনের ঘোষণা পুরসভার
মালদা জেলা যেমন আম ও রেশমের জন্য বিখ্যাত, তেমনই এই জেলার প্রাচীন লোকশিল্প গম্ভীরা গানও সমগ্র বিশ্বে বর্তমানে সমাদৃত৷ মালদার এই লোকশিল্পীদের জন্য রাজ্য সরকারও একাধিক প্রকল্প গ্রহণ করেছে৷ এই জেলার গম্ভীরার নাম উঠলেই সামনে আসে দু’জন প্রয়াত গম্ভীরা শিল্পীর নাম৷ তাঁরা হলেন প্রয়াত যোগেন্দ্রনাথ চৌধুরি ও নির্মলচন্দ্র দাস৷ যোগেন্দ্র বাবুকে লোকে মটরবাবু নামেই চিনত৷ নির্মলবাবু পরিচিত ছিলেন নীরুবাবু নামে৷ এই দুই প্রয়াত গম্ভীরা শিল্পীর আবক্ষ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পুরসভা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পুরসভার পুরপতি নীহাররঞ্জন ঘোষ। তিনি বলেন, মূর্তি স্থাপনের জন্য এখনও জায়গা ঠিক না হলেও পুর এলাকার এমন কোন স্থানে সেই মূর্তি দুটি স্থাপন করা হবে যাতে তা সহজেই লোকজনের নজরে আসে এবং এর ফলে বহিরাগতদের মধ্যে মালদা জেলা গম্ভীরা লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়বে। পুরপতি জানান পুজোর পরে মূর্তি দুটি স্থাপনা করা হবে।