top of page

ডিসেম্বরেই আর্সেনিক মুক্ত পানীয় জল ঘরে ঘরে

চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই ইংরেজবাজারের প্রতিটি ওয়ার্ডে আর্সেনিকমুক্ত জল পেতে চলেছেন শহরবাসী। এমনটাই জানালেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার।



নির্বাচনি আচরণবিধি লাগু থাকায় নতুন করে পাইপ লাইনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না

গরম পড়তেই শুরু হয়েছে শহরে পানীয় জলের সমস্যা। এই প্রচণ্ড গরমে নিচে নামতে শুরু করেছে জলের স্তর। শহর জুড়ে পানীয় জলের সমস্যা মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পুরসভা। ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, গত কয়েকদিন ধরে তীব্র গরম পড়েছে। এর ফলে পানীয় জলের স্তর অনেকটা নিচে নেমেছে। জলের স্তর নিচে নেমে যাওয়ায় ঘণ্টায় যত লিটার জল তোলা হতো তা অনেকটাই কমেছে। ফলে শহরের কয়েকটি জায়গায় জলের সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি তারা জেলাশাসককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।


আর্সেনিকমুক্ত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য শহরের প্রায় সমস্ত জায়গায় পাইপ বসানো হয়েছে। নির্বাচনি আচরণবিধি লাগু থাকায় নতুন করে কিছু পাইপ লাইনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। ইলেকট্রিকের কাজ বাকি থাকায় একটু দেরি হচ্ছে। তবে শহরবাসী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আর্সেনিক মুক্ত পানীয়জল পেতে চলেছে। এই পানীয় জল পেতে হলে জলের কর দিতে হবে শহরবাসীকে।


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page