মোটরবাইক দুর্ঘটনায় মৃত দুই
পৃথক দুটি মোটরবাইক দুর্ঘটনায় মৃত দুই ও আহত ছয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুটি দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে ইংরেজবাজার থানার মালঞ্চপল্লী এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। এই ঘটনায় মৃত্যু হয়েছে আনন্দ মণ্ডল (২৯) নামে এক যুবকের। তার বাড়ি মালদা শহরের গ্রিনপার্ক এলাকায়। আহত হয়েছেন দেবাশিস ব্যানার্জি (২৫)। বুধবার রাতে টোটোর (#Toto) সাথে মোটর বাইকের সংঘর্ষ বাধে।
অন্যদিকে বুধবার রাতে হবিবপুর থানার ঋষিপুর এলাকায় মোটরবাইক এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এই ঘটনায় মৃত্যু হয় বিদ্যুৎ সরকারের (১৮)। বাড়ি ঋষিপুর বাহারগোলা গ্রামে। সে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করত। এই ঘটনায় আহত হয় দুই বাইক আরোহী এবং তিনজন ভুটভুটির যাত্রী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা তাদের কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তর জন্য পাঠায়। তবে দুটি ঘটনায় বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।