৯০ হাজার টাকার নকল নোট সহ গ্রেফতার এক পাণ্ডা

গোপনসূত্রে খবর পেয়ে নকল নোট চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। গতকাল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ওই পাণ্ডাকে সহ ৯০ হাজার টাকার ভারতীয় নকল নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভীমা শেখ। তার বাড়ি মোজমপুর গ্রামে। নকল নোট চক্রে সে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছে। অনেকদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু এতদিন সে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিল। ভীমাকে জিজ্ঞাসাবাদ করে নকল নোট চক্রের আরও কারবারিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।
ছবিটি প্রতীকী।