৬ হাত জায়গার জন্য দুই পরিবারে সংঘর্ষ

রাস্তার জন্য কয়েক হাত জায়গা নিয়ে দুই পরিবারের বিরোধ৷ সেই বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত হলেন ৪ জন৷ আহতদের মধ্যে ২ মহিলাও রয়েছেন৷ আহতদের মধ্যে দু’জন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন৷ বাকি দু’জনের চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার গোপালপুর গ্রামে৷ এই ঘটনায় দুই পরিবারের তরফেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামে সামেদ আলি ও আজিদ আলিদের জমি পাশাপাশি৷ দু’জনেই নিকট আত্মীয়৷ পৈতৃক সূত্রে সামিদ আলি ৬৬ শতক জমির পিছনে আজিদ আলিদের জমি৷ সেই জমিতে যাওয়ার জায়গা নেই৷ সম্প্রতি ওই জমিতে বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন আজিদ৷ বাড়িতে যাওয়ার জন্য সামিদকে ৬ হাত জায়গা ছাড়ার জন্য আবেদন জানান তিনি৷ কিন্তু সামিদ অতটা জায়গা ছাড়তে রাজি নন৷ তিনি ৩ হাতের বেশি জায়গা রাস্তার জন্য ছাড়তে রাজি হননি৷ এনিয়েই শুরু হয় দুই পরিবারের বিরোধ৷ গতকাল রাতে সেই বিরোধ চরম আকার নেয়৷ বচসা চলাকালীন দুই পক্ষের হাতে উঠে আসে ধারালো অস্ত্র৷ সঙ্গে লাঠি, বাঁশ ছিলই৷ সংঘর্ষে আহত হন দু’পক্ষের মোট ৪ জন৷
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, সংঘর্ষে সামেদ আলি (৫৫), রহিমা বিবি (৩৫), উজলেফা বিবি (৪৫) ও জাহিরুদ্দিন শেখ (২৮) আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে সামেদ ও রহিমা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ উজলেফা ও জাহিরুদ্দিনের চিকিৎসা চলছে দারিয়াপুর গ্রামীণ হাসপাতালে৷ এই ঘটনায় দুই তরফেই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷ ঘটনার পুলিশি তদন্ত শুরু করা হয়েছে৷