২০০টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল পুলিশ
মহদীপুর ট্রাক পার্কিং এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। কালিয়াচকের সাইলাপুর এলাকায় তল্লাশি চালিয়ে মজুদ করে রাখা ২০০ বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সেই সব বোম গুলোকে নিষ্ক্রিয় করা হয়। বিশাল পরিমাণে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মহদীপুরে ট্রাক পার্কিং এলাকায় বোমাবাজির ফলে বিশ্বজিৎ ঘোষ (৩২) ও বাপি ঘোষ (৩০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয় এবং ঘটনায় দীপক ঘোষ, প্রসেনজিৎ ঘোষ,চিরঞ্জিত ঘোষ ও কমল ঘোষ নাম চার ব্যক্তি আহত হন। এরা প্রত্যেকেই কালিয়াচকে সাইলাপুরের বাসিন্দা। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে বলে পুলিশ সূত্রে জানা যায়। বুধবার সকাল বেলায় পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা কালিয়াচক থানার পুলিশের উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দমকলের একটি ইঞ্জিনকেও ঘটনাস্থলে রাখা হয়।
ভিডিয়োঃ কৃতাঙ্ক