১৯টি তাজা বোমা উদ্ধারে তীব্র চাঞ্চল্য বৈষ্ণবনগরে
বাঁশঝাড়ে লুকিয়ে রাখা ১৯টি তাজা বোমা উদ্ধার করল বৈষ্ণননগর থানার পুলিশ। বোম্ব স্কোয়াডের কর্মীরা এদিন ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছেন। তবে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গোটা ঘটনায় কালিয়াচক ৩ ব্লকের শাহাবানচক গ্রাম পঞ্চায়েতের মালতিপুর গ্রামের মধ্যপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজস্ব সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মালতিপুর গ্রামের মধ্যপাড়ায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ। সেখানে একটি বাঁশঝাড়ের মধ্যে থেকে ১৯টি বোমা ও কিছু বোমার মশলা বাজেয়াপ্ত হয়। নিরাপত্তার স্বার্থে রাতে ওই বাঁশঝাড়টি সিল করে রাখে পুলিশ। নিয়োগ করা হয় পুলিশকর্মীদেরও। এদিন দুপুরে বোম্ব স্কোয়াডের লোকজন সেখানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। স্থানীয়দের অনুমান, ভোটের পর গা ঝাড়া দিয়ে উঠছে এলাকার দুষ্কৃতীরা। তারাই ওই বাঁশঝাড়ে বোমা বানিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের পর তৈরি হওয়া বোমাগুলিকে তারা সেখানে লুকিয়ে রেখে দেয়।
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া বোমাগুলির মধ্যে রয়েছে ৭টি সকেট বোমা, বাকি ১২টি কৌটো বোমা। এদিন দুপুরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। কে বা কারা ওই বোমা তৈরির সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু হয়েছে।