হাঁটুজল শহরের বেশ কিছু ওয়ার্ডে

ঘণ্টাখানেকের বৃষ্টিতেই হাঁটু জল মালদা শহরের বেশ কিছু এলাকায়। জমা জলে বিব্রত শহরবাসী। জমা জলের জন্য পুরসভাকেই দায়ি করছে শহরবাসী।
এদিন দুপুরে ঘন্টা খানেকের জন্য প্রবল বৃষ্টি নামে মালদা শহরে। আর সেই বৃষ্টিতেই ইংরেজবাজার পুরসভার ৪, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গাতেই জমে যায় হাঁটু জল। আরও কিছু ওয়ার্ডে জল জমলেও তা মাত্রা ছাড়ায়নি এদিন। এই তিন ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এই ওয়ার্ডগুলিতে জল জমার সমস্যা দীর্ঘদিনের। কিন্তু পুর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয় না। নিকাশি ব্যবস্থা যথাযথ নয়। ড্রেনগুলিও নিয়মিত সাফাই করা হয় না। তাই বছরের পর বছর তাঁদের এই সমস্যা নিয়েই দিন কাটাতে হয়।
1 view