হরিশ্চন্দ্রপুরে পুকুরে অসমিয়া যুবকের মৃতদেহ

হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি পুকুরে এক অসমিয়া যুবকের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের প্যান্টের পকেট থেকে পাওয়া গিয়েছে একটি সচিত্র ভোটার কার্ড। সেই কার্ডে অসমিয়া ভাষায় লেখা রয়েছে কিশোরকুমার নাথের নাম। সম্পর্কিত ব্যক্তি হিসাবে নাম রয়েছে প্রমোদচন্দ্র নাথের। তবে ওই ভোটার কার্ড মৃত যুবকের কিনা সেবিষয়ে নিশ্চিত নয় পুলিশ। কারণ, মৃতদেহের সঙ্গে ছবির তেমন মিল নেই বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস। তিনি জানিয়েছেন, মৃত যুবকের পরিচয় নিশ্চিত করতে তাঁরা অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। ওই যুবকের মৃত্যুর কারণ জানতে তাঁরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খেতে কাজ করতে যাওয়া কয়েকজন চাষি ওই পুকুরে মৃতদেহটি ভাসতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ জল থেকে দেহটি উদ্ধার করে। কিন্তু ভোটার কার্ডে থাকা ঠিকানা নিয়ে পুলিশ এখনও কিছু জানাতে চায়নি।