শ্রমিক দিবসে পাওনার টাকা চাইতে গিয়ে আক্রান্ত শ্রমিক

শ্রমিক দিবসে পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক শ্রমিক। তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়। ঘটনাটি ঘটেছে মালদা থানার দেবীপুর ফুটানি মোড় এলাকায়। আক্রান্তর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তর নাম, গৌরাঙ্গ দাস (৫৫)। বাড়ি পুরাতন মালদার ফুটানিমোড় এলাকায়। অভিযুক্ত সুফল পাটনি সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদা থানায়। জানা গিয়েছে, গত ৬ মাস আগে গৌরাঙ্গ দাস ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন সুফল পাটনিকে। ধাপে ধাপে ১৪ হাজার টাকা শোধ করলেও বকেয়া থেকে যায় এক হাজার টাকা। সেই টাকা শোধ দেওয়ার জন্য ১০ দিন সময় চান সুফল পাটনি। ৬ মাস অতিক্রম হয়ে গেলেও টাকা শোধ করেননি অভিযুক্ত সুফল বাবু। সোমবার সকালে মে দিবস উপলক্ষে কাজ বন্ধ ছিল গৌরাঙ্গ বাবুর। সকালে হঠাৎ দেখা হয় সুফলের সাথে গৌরাঙ্গর। পাওনা টাকা দাবি করেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসার জেরে ইট দিয়ে মেরে গৌরাঙ্গ বাবুর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সুফল পাটনি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠে। তড়িঘড়ি তাকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। শ্রমিক দিবসে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্সঅ্যাবে