রেললাইনের ধারে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

রেল লাইনের ধারে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পুলিশকর্মীরা পৌঁছে খবর দেন জিআরপি কর্মীদের। রেলপুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি এলাকায়।
মৃত যুবকের নাম মহম্মদ রাজাউদ্দিন। বাড়ি মনিপুরের ইম্ফলে। ওই যুবকের কাছে থেকে একটি প্যান কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ কিছু কাগজপত্র উদ্ধার হয়। রেলপুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেলপুলিশ। তবে পুলিশের অনুমান মৃত যুবক খুব সম্ভবত উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী কোন ট্রেনের যাত্রী ছিলেন। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে রেল পুলিশের অনুমান। মৃত ব্যক্তির নাম ও ঠিকানা থেকে খোঁজখবর শুরু করেছে রেলপুলিশ।