রাতে গ্রাম দাপাচ্ছে বুনো শূকরের দল

গত সোমবার বিকেলে হঠাৎ কয়েকজন কৃষক চাষের খেতে একদল বুনো শূকর দেখতে পান। ঘটনাটি ঘটেছে মালদা শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া গ্রামে। শূকরের দলটিতে কয়েকটি দাঁতাল শূকরও ছিল। ওই খেতটি একেবারেই বসতি লাগোয়া। এই খবর ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। কাজি নজরুল ইসলাম নামে এক গ্রামবাসী জানান, বুনো শূকরের আতঙ্কে এদিন সকাল থেকে ঘরের ছোটো ছোটো ছেলেমেয়েদের একা বাড়ির বাইরে বেরোতে দেননি কেউ। এমনকি স্কুলেও পাঠানো হয়নি তাদের। এই সময় মাঠে পাকা ধান। কেউ কেউ কলাই চাষ শুরু করে দিয়েছেন। কিন্তু ভয়ে চাষিরা একা মাঠে যেতে পারছেন না। দল বেঁধে অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মাঠে যাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, সন্ধে নামতেই নিঃঝুম হয়ে পড়ছে গোটা গ্রাম। খুব প্রয়োজন না পড়লে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। বেরোলেও সবার হাতে অস্ত্র থাকছে। গতকাল রাতে ওই শূকরের দলটি আবদুল সাত্তার নামে এক গ্রামবাসীর বাড়ির পিছন পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার চেঁচামেচি করে জন্তুদের সেখান থেকে সরাতে হয়। এদিন দুপুরে গ্রামের পাশে একটি কলাই খেতে একটি দাঁতাল শূকরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ওই খেতে ভিড় করেন গ্রামবাসীরা। পরে আদিবাসীরা মৃত শূকরটিকে নিয়ে যায়।
সাত্তার সাহেব জানান, নিরাপত্তার দাবিতে আগামীকাল তাঁরা বিডিও'র দ্বারস্থ হবেন। এই এলাকায় আগে কখনও বুনো শূকর দেখা যায়নি। এই শূকরের পাল কোথায় থেকে গ্রামে আসল তাও তাঁরা জানেন না। তবে তাঁদের অনুমান, সাম্প্রতিক বন্যায় ওই বুনো শূকরের পালটি বিহারের জঙ্গল থেকে নদীতে ভেসে আসতে পারে। তবে এই জন্তুদের জন্য তাঁরা আতঙ্কে রয়েছেন।