ছাত্রীর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রী ‘মালদা ভবন’ গড়বেন কলকাতায়
এই সফরে কলকাতা মহানগরীতে মালদা ভবন নির্মাণ করার উদ্যোগে আশার আলো জ্বালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে দুর্গাকিঙ্কর সদনে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগীয় সচিবদের ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই উদ্যোগের কথা ঘোষণা করেন। প্রসঙ্গত এই বৈঠকে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে তাদের সমস্যার কথা জানতে চান। সেই সময় পুরাতন মালদা পুরসভার মোকাতিপুর নিবাসী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে এমফিল পাঠরত শ্রাবন্তী চক্রবর্তী ছাত্র-ছাত্রীদের স্বল্প খরচে কলকাতায় থাকার জন্য একটি আবাসগৃহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ও এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সহায়তা প্রার্থনা করে।

শ্রাবন্তী জানায় যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে কলকাতা যেতে হয়। কিন্তু অধিকাংশ ছাত্রের আর্থিক অবস্থা তেমন ভাল না থাকার কারণে তারা কোনো হোটেলে আশ্রয় নিতে সক্ষম হয় না। ফলে অধিকাংশই বিভিন্ন রেল স্টেশনে সারাদিন কাটিয়ে পুনরায় রাত্রে আবার ট্রেন ধরে ফিরে আসে। তবে যদি এই পরীক্ষা দুই বা তিন দিনের জন্য হয়, তাহলে অসুবিধা সবচেয়ে বেশি হয়। তাই কলকাতায় যেমন বিভিন্ন জেলার মানুষদের স্বল্পমূল্যে থাকার জন্য বিভিন্ন ভবন আছে, সেইরকমই ‘মালদা ভবন’ নামে একটি ভবন যেন নির্মাণ করা হয়, যাতে মালদা জেলার ছাত্র-ছাত্রী তথা চিকিৎসার জন্য কলকাতাগামী মানুষদের সুবিধা হয়। মুখ্যমন্ত্রী, শ্রাবন্তীর এই প্রস্তাব সাদরে গ্রহণ করেন ও পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে মালদা ভবনের জন্য সরকারি জমি চিহ্নিত করে মালদা জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। যদিও মালদা জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয় যে এই প্রস্তাব তাদের তরফ থেকে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই পুরসভাকে যৌথভাবে এই ভবন রক্ষণাবেক্ষণের জন্য অনুরোধ করেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এর নির্মাণকাজ শুরু হয় ও নির্মাণ শেষে তা মালদাবাসীর সেবায় পথ চলতে শুরু করে।