মাঝরাতে নার্সদের নার্সিংহোম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

জাতীয় সড়ক সংলগ্ন নারায়ণপুরের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত নার্সদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর করে নার্সিংহোম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নার্সিংহোমের ডাক্তার তথা মালিকের বিরুদ্ধে। বিতাড়িত নার্সদের অভিযোগ, নার্সিংহোমে কর্মরত থাকাকালীন সামান্য কিছু ভুলত্রুটি হলেই তাদের কপালে জুটত মারধর। এরই প্রতিবাদ করায় অক্টোবরের ২৩ তারিখ মধ্যরাত্রি নাগাদ তাদেরকে নার্সিংহোম থেকে বের করে দেওয়া হয়। ভোর ৩ টে পর্যন্ত সমস্ত নার্স নার্সিংহোমে বসে অপেক্ষা করতে থাকে। এরপর তারা ভোর ৩ টেয় নার্সিংহোমের একটি অ্যাম্বুলেন্স করে ম্যানেজারের বাড়ি যান। সকালে আবার তারা ফিরে আসে নার্সিংহোমে, মালিক পক্ষের সাথে কথা বলার জন্য। সেই সময় নার্সিংহোমের মালিকের গাড়ির চালক তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় বলে অভিযোগ। নার্সদের অভিযোগ নার্সিংহোমের মালিক এবং তার স্ত্রীও তাদেরকে গালাগালি করত। এই ঘটনার সুবিচারের উদ্দেশ্যে শুক্রবার সমস্ত নার্সরা একত্রিত হয়ে নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।