বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড, ক্ষোভ বাসিন্দাদের

জেলায় কয়েকদিন ধরেই ঘোর বৃষ্টিপাত চলছে। আর এই কারণে পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধি কলোনি এলাকায় রাস্তায় নোংরা দূষিত জল জমেছে। এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে এবং একরাশ ক্ষোভ উগরে দিয়েছে তাদের স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে।
জানা যায় ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধি কলোনি এলাকাটি রেললাইনের ধারে অবস্থিত। রেললাইনের ধারে জলাশয় এবং সেখানে কোন নিকাশি ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যায় ফলে রাস্তায় উঠে যায়। ফলে প্রতি বছর চরম দুর্ভোগে পড়তে হয় ওই ওয়ার্ডের বাসিন্দাদের।
ওই এলাকারই বাসিন্দারা জানান, তাঁরা দীর্ঘ এক মাস ধরে এই অবস্থায় পড়ে আছে কিন্তু তাঁদের কাউন্সিলার এসে কোন খোঁজ খবর নেননি। তাঁদের দাবি তাঁরা পুরসভায় বসবাস করেও পুরপরিষেবা থেকে বঞ্চিত। যদি তাদের এলাকায় অতি শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবেন বলেও জানান স্থানীয়রা।
এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পরেশ ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি এলাকায় জল জমার কথা স্বীকার করে নেন। তিনি জানান, ওই এলাকায় রেলের জায়গা থাকার ফলে জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না, তবে খুব তাড়াতাড়ি সেখানের জল সেচ করে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন।
এ বিষয়ে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মহাশয় জানান, ওই এলাকায় নিকাশির সমস্যা রয়েছে তবে আর বেশিদিন থাকবে না কারণ সদরঘাট এলাকায় হাই ড্রেনের কাজ প্রায় শেষের দিকে। ১৩, ১৪, ১৫, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের জল ওই হাই ড্রেন হয়ে মহানন্দা নদীতে চলে যাবে। তার পরে আর কোন সমস্যা থাকবে না বলে জানান কার্তিকবাবু।