বৃদ্ধাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ
ছাগলে জমির ফসল খেয়ে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার জেরে এক বৃদ্ধাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে৷ আহত বৃদ্ধা মালঞ্চ মণ্ডল (৫৮) বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিন সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কৃষ্ণনগর গ্রামে৷ ঘটনার প্রেক্ষিতে প্রতিবেশী সুশীল মণ্ডল সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আক্রান্তের পরিবার৷ তবে অভিযুক্তরা পলাতক৷ সামান্য বিবাদের জেরে এক বৃদ্ধার হাত ভেঙে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

জানা গিয়েছে, আজ সকালে কৃষ্ণনগর গ্রামের বুড়িতলার বাসিন্দা মালঞ্চ মণ্ডলের ছাগল সুশীল মণ্ডলের জমিতে ঢুকে ফসল খেয়ে নেয়৷ সুশীল ও তার পরিবারের লোকজন ছাগলটিকে আটকে রাখে৷ খবর পেয়ে মালঞ্চদেবী ঘটনাস্থলে ছুটে যান৷ এনিয়ে দুই পক্ষের বচসা শুরু হয়৷ তখনই সুশীল ও তার লোকজন মালঞ্চদেবীকে বেধড়ক মারধর করে৷ তারা মালঞ্চদেবীর ডান হাত ভেঙে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মালঞ্চদেবীর ছেলে ফুলকুমার মণ্ডল৷ গ্রামবাসীদের সহায়তায় তিনি সুশীলদের হাত থেকে আহত মাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু মালঞ্চদেবীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেন৷ ফুলকুমারবাবু জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা হবিবপুর থানায় সুশীল সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন৷ তবে ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে পালিয়েছে সুশীলরা৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।