কাল নোটবন্দির বর্ষপূর্তি, বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার আজ

আগামীকাল নোটবন্দির বর্ষপূর্তিকে উপলক্ষ্য করে ময়দানে নামতে চলেছে যুযুধান তৃণমূল ও বিজেপি৷ ঠিক তখনই মালদা জেলায় বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেফতার হল এক পাচারকারী৷ কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত ইক্রামূলকে ৭ দিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে এদিনই জেলা আদালতে তোলা হয়েছে৷ তবে ইক্রামূল জাল নোটের ক্যারিয়ার মাত্র৷ তাকে জেরা করে এই চক্রের পাণ্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হবে৷
বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে কালিয়াচক থানার তিনটি জায়গায় জাল পাতা হয়৷ সেই জায়গাগুলি হল গোলাপগঞ্জ মোড়, কামাত আইটিআই মোড় এবং গোলাপগঞ্জ থেকে কালিয়াচকগামী রাজ্য সড়ক৷ রাত ৯টা নাগাদ কামাত আইটিআই মোড়ে সন্দেহভাজন এক ব্যাক্তিকে আটক করেন জওয়ানরা৷ জওয়ানদের দেখে সে পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলা হয়৷ ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার পোশাকের ভিতরে থাকা ৪টি ২ হাজার টাকার নোটের বান্ডিল বাজেয়াপ্ত করা হয়৷ পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, বাজেয়াপ্ত হওয়া নোটগুলি জাল৷ এরপরেই তাকে গ্রেফতার করা হয়৷ ওই ব্যক্তির কাছ থেকে মোট ৪৮৫টি ২ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার মোট অর্থমূল্য ৯ লক্ষ ৭০ হাজার টাকা৷ ধৃতের নাম ইক্রামূল শেখ৷ বয়স ৫০৷ বাড়ি কালিয়াচকের চুরিঅনন্তপুর কামাত গ্রামে৷ ধৃতকে মঙ্গলবার কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷