বিএসএফের গুলিতে মৃত্যু পাচারকারীর

বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। এদিন ভোর রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকার গ্রামগুলির মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পাচারকারীর নাম আইজুল শেখ৷ ১৭ বছরের আইজুল দৌলতপুর গ্রামের বাসিন্দা। বয়স কম হলেও বেশ কিছুদিন থেকেই চোরা কারবারে জড়িয়ে পড়ে আইজুল৷ এলাকার কুখ্যাত পাচারকারীদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল৷ এর আগে বেশ কয়েকবার তার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়৷
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে দৌলতপুর গ্রামে ভারত-বাংলাদেশ কাঁটাতারের বেড়ার কাছে জড় হয় বেশ কয়েকজন পাচারকারী৷ নজরে পড়তেই, পাচারকারীদের তাড়া করেন কর্তব্যরত জওয়ানরা৷ কিন্তু পালিয়ে যাওয়ার পরিবর্তে পাচারকারীরা জওয়ানদের দিকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে আসে৷ আত্মরক্ষার জন্য জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন৷ সেই গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় আইজুল৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফ-এর কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি৷ তবে আইজুলের মৃতদেহ বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
ছবিটি প্রতীকী।