বিএসএফ-এর গুলিতে মৃত্যু শ্রমিকের
বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল এক শ্রমিকের। আজ ভোরে গোরু পাচারের সময় ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। মৃত যুবকের দেহ স্থানীয় বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

মৃত যুবকের নাম আনসারুল শেখ। বয়স ২২। বাড়ি বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের বৈদ্যনাথপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আনসারুল পেশায় ইটভাটার শ্রমিক। এদিন ভোরে তিনি সীমান্ত রাস্তা ধরে ভাটাতে কাজে যাচ্ছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। আনসারুল কোনও পাচারচক্রে জড়িত নয়।
বাংলাদেশে গোরু পাচারের জন্য কুখ্যাত শোভাপুর বিওপি এলাকা। এই এলাকাতেই গঙ্গা ও পদ্মা দুভাগে বিভক্ত হয়েছে। জল সীমান্ত ছাড়াও রয়েছে কাঁটাতার বিহীন সীমান্তও। পাচারকারীরা এরই সুযোগ নিয়ে বাংলাদেশে গোরু পাঠায়। এদিনের ঘটনায় ৩৬ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ কর্মীরা বৈষ্ণবনগর থানার পুলিশকে জানিয়েছেন, এদিন ভোরে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা বেশ কিছু পাচারকারীকে গোরু পাচার করতে দেখেন। তারা একটি নালা দিয়ে সীমান্তের ওপারে গোরু পাচার করছিল। তা দেখেই পাচারকারীদের তাড়া করেন জওয়ানরা। সেই সময় পাচারকারীরা বিএসএফ-এর দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে। এরপরেই জওয়ানরা পাচারকারীদের উদ্দেশ্যে গুলি চালায়। গুলি লাগে আনসারুলের বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যদিও বাকি পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু গোরু উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সীমান্তরক্ষী বাহিনী। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফ থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি।