বাড়ির রাস্তা নিয়ে বিবাদে গণ্ডগোল

নিজেদের রাস্তা দিয়ে জোর করে যাতায়াতের প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৯ প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কালিয়াচক ২ ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের আমলিতলা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আক্রান্তরা হলেন সামিজউদ্দিন শেখ (৪০) এবং তাঁর ছেলে রুকু শেখ (২২)। তাঁরা আমলিতলা গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা। অভিযুক্ত দরবেশ আলি, রাজিউল শেখ, সাদ্দাম শেখ সহ মোট ৯ জন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনাপ্রসঙ্গে সামিজুদ্দিনের স্ত্রী সাবিরন বিবি বলেন, তাঁদের বাড়ির পাশে নিজেদের ব্যবহারের জন্য একটি রাস্তা আছে। সেই জায়গা নিয়ে সম্প্রতি গণ্ডগোল বাধে প্রতিবেশীদের সঙ্গে। অভিযুক্তরা জোর করে তাঁদের রাস্তা ব্যবহার করতে শুরু করে। সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে নিষেধ করায় বাবা ও ছেলের উপরে হামলা চালায় অভিযুক্তরা। দুজনকেই বাঁশ ও লোহার রড দিয়ে মারধর করা হয়।
পরিবারের অন্য সদস্যরা দুজনকে উদ্ধার করে বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। সেখান থেকে দুজনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। এপ্রসঙ্গে মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ছবিটি প্রতীকী।