বামনগোলার আকাশে ড্রোন উড়ল

জেলা প্রশাসনের উদ্যোগে বামনগোলা ব্লকের ১২ মাইল এলাকায় আজ আকাশে ড্রোন উড়ানো হয়। মূলত অবৈধ পোস্ত চাষ বন্ধ করার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে বামনগোলা থানা, হবিবপুর থানা ও বামনগোলা ব্লক প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও বামনগোলা থানার ওসি তরুণ সাহা, হবিবপুর আইসি ত্রিদিব প্রামাণিক, বামনগোলার সমষ্টি উন্নয়ন অধিকারিক শুভঙ্কর মজুমদার, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত প্রধান রেবারানি রায়, এডিও সনাতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। বামনগোলা সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, অবৈধ পোস্ত চাষ বন্ধ করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। তিনি আশা প্রকাশ করেন এর ফলে অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি করতে সুবিধা হবে। ড্রোন ক্যামেরা দেখার জন্য প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যায়।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।