প্লাস্টিক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
বাড়ির কাছে এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃতদেহ পড়ে থাকার ঘটনায় এদিন সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হেজালু শেখ। বয়স ৪৫ বছর। বাড়ি সুজাপুর বিশ্বাসপাড়ায়। এদিন সকালে বাড়ি থেকে সামান্য দূরে স্কুলপাড়া এলাকায় একটি মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। ওই মাঠটিতে সম্প্রতি মাটি ফেলা হচ্ছিল। স্থানীয়দের অনুমান, ওই ব্যক্তিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার পর মৃতদেহ মাঠে ফেলে দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা অবশ্য বুঝতে পারছেন না স্থানীয়রা। তাঁরা জানান, মৃত হেজালু ছিলেন এলাকার বড়ো প্লাস্টিক ব্যবসায়ী। পুরোনো প্লাস্টিকের জিনিসপত্র বাইরে পাঠাতেন তিনি। শুধু তিনি নন, সুজাপুরের অনেক মানুষই এই ব্যবসার সঙ্গে যুক্ত। হেজালু ছিলেন এলাকার আরেক বড়ো প্লাস্টিক ব্যবসায়ী তথা এলাকার তৃণমূল নেতা হাজি কেতাবুদ্দিনের অতি ঘনিষ্ঠ। এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহ আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ছবিটি প্রতীকী।