প্রেসার কুকার বিস্ফোরণে গুরুতর আহত এক বধূ

রাতের রান্না করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক বধূ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি গ্রামে। আহত বধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বধূর নাম মল্লিকা চৌধুরি। বয়স ৩০। স্বামী অচিন্ত্য চৌধুরি মাছ ব্যবসায়ী। তিনি জানান, এদিন রাতে তাঁর স্ত্রী প্রেসার কুকারে ডাল সিদ্ধ করছিলেন। দীর্ঘক্ষণ পরেও কুকারের সিটি না বাজায় তিনি রান্নাঘরে গ্যাস ওভেনের সামনে যান। তখনই বিকট শব্দে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়। সেই সময় তাঁর মা কেশবতী চৌধুরি পাশের ঘরে ছিলেন। তিনিও ব্যবসার কাজে বাইরে ছিলেন। বিকট শব্দে তাঁর মা রান্নাঘরে ছুটে যান। দেখেন, মেঝেতে পড়ে রয়েছেন মল্লিকা। তাঁর চিৎকারে পড়শিরা ছুটে আসেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনিও বাড়ি চলে যান। আহত স্ত্রীকে মালদা মেডিকেলে নিয়ে আসেন। কুকার বিস্ফোরণে তাঁর স্ত্রীর শরীরের সামনের দিকে আঘাত লেগেছে। তবে সবচেয়ে বেশি আঘাত লেগেছে তাঁর বাম চোখে। সেই চোখে তিনি কিছু দেখতে পাচ্ছেন না।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, মল্লিকাদেবীর চোখে কুকারের একটি অংশ সরাসরি গিয়ে লাগে। তাঁর ওই চোখের অবস্থা আশঙ্কাজনক।
প্রতীকী ছবি।