প্রকাশ্য দিবালোকে রাস্তায় গুলি করে হত্যা হরিশ্চন্দ্রপুরে

টাকা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ব্যাংকের এক কালেকশন স্টাফ। ঘটনার প্রেক্ষিতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর সাথে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়।
নিহত কালেকশন স্টাফ বাপি হালদার। বয়স ২৫ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। কর্মসূত্রে তিনি কুশিদায় ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি সাইকেল নিয়ে কালেকশনে বের হন। সেই সময় তাঁর পথ আটকায় দুটি মোটরবাইক। দুটি বাইকে ৪ জন দুষ্কৃতী ছিল। দুষ্কৃতীরা বাপিবাবুর কাছে টাকার ব্যাগ চায়। তিনি তা দিতে অস্বীকার করায় এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায়। একটি গুলি লাগে তাঁর চোখে, আরেকটি কপালে। মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় বাপিবাবুর। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা বিহারের দিকে পালিয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুষ্কৃতীরা বিহারের বাসিন্দা। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খবর দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ও বাপিবাবুর বাড়িতে।