নোংরা আবর্জনা স্তূপের কাছে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের

পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুলিশ ফাঁড়ির কাছে নোংরা আবর্জনা ফেলা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সেই আবর্জনা পরিষ্কার না করার ফলে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে যার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কেবলমাত্র দুর্গন্ধ নয় তাঁদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ওই রাস্তা দিয়ে। এছাড়াও ছড়াচ্ছে ডেঙ্গু। স্থানীয়দের অভিযোগ বার বার কাউন্সিলারকে জানানোর পরেও কোনও লাভ হয়নি। এই কারণে স্থানীয় মহিলারা সোমবার নোংরা আবর্জনা স্তূপের কাছে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
তাঁরা দাবি করেন যত তাড়াতাড়ি সম্ভব তা যেন পরিষ্কার করা হয়। যদিও এই বিষয়ে পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, তার বিষয়টি জানা ছিল না। এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।