নিপা’র প্রভাব আম বাজারে, বিভ্রান্তি এড়াতে সরকারি ঘোষণার দাবি

মালদা জেলায় এখন আমের ভরা মরশুম। জেলার অন্যতম অর্থনৈতিক ফল হল আম। সম্প্রতি নিপা ভাইরাসের প্রভাব পড়েছে মালদা জেলার আমের বাজারে। বিদেশে রপ্তানি হওয়া তো দূরের কথা দেশীয় বাজারে মালদার আমের চাহিদা একেবারে তলানিতে ঠেকেছে। এরফলে মাথায় হাত পড়েছে আম চাষি থেকে সাধারণ আম ব্যবসায়ী ও এই ব্যবসার সঙ্গে যুক্ত সকলেরই। এই বিভ্রান্তি দূর করার লক্ষ্যে মঙ্গলবার জেলার উত্তর মালদহ ও দক্ষিণ মালদহের সাংসদ মৌসম বেনজির নুর ও আবুহাসেম খান চৌধুরি মালদহের জেলাশাসকের দ্বারস্থ হলেন।
উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুর বলেন, নিপা ভাইরাস সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারের জন্য মালদার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আম ব্যবসায়ী থেকে আম চাষিদের আর্থিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের মাধ্যমে মালদহের আম বিদেশেও যাচ্ছে না। অবিলম্বে এই বিভ্রান্তি দূর করতে এদিন তারা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। তিনি আরও জানান, এই গুজবকে থামাতে, সরকারি ভাবে যেন নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন যাতে মালদার আম কোনো ক্ষতিকারক ফল নয়-- এই মর্মে যেন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য প্রশাসন।
দক্ষিণ মালদার সাংসদ আবুহাসেম খান চৌধুরি জানান, গুজব রটানো হয়েছে যে মালদার আম থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে মানুষের মধ্যে। এই গুজব যে সম্পূর্ণ মিথ্যে তার সরকারি ঘোষণা করার জন্য এদিন তারা জেলা প্রশাসনের কাছে এদিন এসেছেন।