দেড়শো লিটার চোলাই মদ উদ্ধার

চোলাই মদ পাচার করতে গিয়ে আবগারি বিভাগের কর্মীদের হাতে পাকড়াও হলেন ৫ জন। ধৃতদের মধ্যে আবার ৩ জন মহিলা।
মঙ্গলবার দুপুর ৩ টা নাগাদ হবিবপুর থানার বুলবুলচন্ডি বাসস্ট্যান্ড থেকে এই চোলাই মদ পাচারকারীদের আটক করে আবগারি দপ্তরের মালদা সদর রিজার্ভ প্রিভেন্টেড ইউনিট-এর সদস্যরা। ধৃত মহিলা পাচারকারীদের মধ্যে মালতি কর্মকারের (৪৫) বাড়ি হবিবপুরের থানার দণ্ডকারণ গ্রামে, প্রতিমা লোহারের বাড়ি হবিবপুর থানার রাইস মিল হালদারপাড়া গ্রামে ও জোনাকি মণ্ডলের (৩৫) বাড়ি হবিবপুর থানার নিতানপুর গ্রামে। বাকি দুইজন পুরুষ পাচারকারীদের মধ্যে মনোরঞ্জন দাসের (৪৫) বাড়ি হবিবপুর থানার কেন্দুয়া গ্রামে এবং অপরজন সায়ো হেমমব্রমের (১৯) বাড়ি হবিবপুরের মহালিপাড়ায়। এদের কাছ থেকে প্রায় ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে যে ধৃতরা মাহিন্দ্রা কোম্পানির তৈরি লাল রংয়ের একটি পিক আপ ভ্যানে করে চোলাই মদ অন্যত্র নিয়ে যাচ্ছিল।