ডাক্তার দেখিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু

চিকিত্সা করে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। বৃহস্পতিবার বিকেলে গাজোলের শ্রীপুর ও আকালপুরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, মৃত মহিলার নাম রোশনারা বিবি। তাঁর বাড়ি সামসীর শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। চিকিৎসকের কাছে চিকিৎসা করতে বড় ছেলে এহিয়ারকে সঙ্গে নিয়ে মালদা এসেছিলেন রোশনারা বিবি। চিকিৎসা করিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গাজোলের শ্রীপুর ও আকালপুর এলাকার মাঝামাঝি এলাকায় এক কালভার্টের কাছে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা সেফটি পিলারে ধাক্কা মারে। ঘটনায় রোশনারা বিবি ও তার বড় ছেলে এহিয়ার গুরুতর আহত হন। স্থানীয় গ্রামবাসীরা দুইজনকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোশনারাকে মৃত বলে ঘোষণা করেন। তবে গুরুতর আহত অবস্থায় এহিয়ার গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পরে গাজোল থানার পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায়।
ছবিটি প্রতীকী।