ঠিকাদারের পিস্তল ম্যাগাজিনের আঘাতে আহত শ্রমিক

শ্রমিক সরবরাহ নিয়ে পুরোনো বিবাদ। সেই বিবাদের জেরেই পিস্তলের ম্যাগাজিন দিয়ে আঘাতে গুরুতর আহত হলেন এক শ্রমিক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রামের চৌধুরিপাড়ায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তবে ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত।
আক্রান্ত শ্রমিকের নাম সুভাষ ঘোষ (৩৭)৷ বাড়ি কালিয়াচক থানার রাজনগর গ্রামে৷ জানা গেছে, সুভাষবাবু শ্রমিকের কাজ করতেন। বেশ কিছুদিন ধরে তিনি নিজের সাথে কিছু শ্রমিক নিয়ে যাচ্ছিলেন। বিনিময়ে কিছু পয়সাও পেতেন। এতেই ক্ষিপ্ত স্থানীয় ঠিকাদার প্রদীপ ঘোষ৷ অভিযোগ, গতকাল রাতে শ্রমিকের পাওনা টাকা দিতে চৌধুরিপাড়ায় যান সুভাষবাবু৷ সেই সময় তাঁকে একা পেয়ে পিস্তলের ম্যাগাজিন দিয়ে মাথায় আঘাত করে প্রদীপ ঘোষ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ রাতেই তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সুভাষবাবু৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ৷ তবে ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।