ঠিকাদারকে বকেয়া শোধ না করায় নাক কাটা গেল শ্রমিকের

বকেয়া টাকা শোধ না করায় এক যুবক শ্রমিকের নাক কাটার অভিযোগ উঠেছে এক শ্রমিক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মোথাবাড়ি থানার মুন্নাপাড়া এলাকায়। আক্রান্ত যুবক ইউসুফ শেখ (২০) বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্রমিক ঠিকাদার আজিম শেখ পলাতক। জানা যায়, ইউসুফ শেখ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করার উদ্দেশ্য গত তিনমাস আগে আজিম শেখের কাছ থেকে অগ্রিম সাড়ে পাঁচ হাজার টাকা নেয়। কিন্ত কোনো কারণে ভিন রাজ্যে কাজে যাওয়া বন্ধ হয় শ্রমিকদের। এরপর ইউসুফের কাছ থেকে টাকা ফেরত চায় ঠিকাদার আজিম সেখ। ইউসুফ সেই টাকা সম্পূর্ণ ফেরত না দেওয়ায় শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আজিম চড়াও হয় ইউসুফের উপর। ধারালো অস্ত্রের আঘাতে নাক কেটে যায় ইউসুফের। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইউসুফের পরিবারের লোকেরা জানায়, তার নাকে চারটি সেলাই পড়েছে। ইউসুফের পরিবারের পক্ষ থেকে মোথাবাড়ি থানায় আজিম শেখ সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।