ঝোলানো হল পাকুয়াহাট পঞ্চায়েতে তালা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়মিতভাবে কোনো আধিকারিক ও কর্মীরা সময় মতো আসেন না। আর এর ফলে লাটে উঠেছে পঞ্চায়েত দপ্তরের নিয়মিত কাজকর্ম। ফলে প্রতিদিন গ্রামের প্রচুর মানুষকে খালি হাতে ফিরে যেতে হওয়ার ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বুধবার বাধ্য হয়ে পাকুয়াহাট তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান ও ধরনায় বসেন।
বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন সময় মত কেউ পঞ্চায়েত দপ্তরে আসে না। অনেক কর্মচারী আবার সপ্তাহ খানেক ধরে দপ্তরে আসেন না। এই পরিস্থিতিতে মানুষ পঞ্চায়েত দপ্তরে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। তাই গ্রামের মানুষ বাধ্য হয়েছে ধরনায় বসতে। অবশেষে ঘটনার খবর পেয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত দপ্তরে আসেন বামনগোলা ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও জয়েন্ট বিডিও সঞ্জিতকুমার মৃধা। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা বিক্ষোভ বন্ধ করে তাঁদের ধরনা প্রত্যাহার করে নেন।
ছবিটি প্রতীকী।