জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কার লিক, আতঙ্ক এলাকায়
গ্যাসের ট্যাংকার লিক হওয়ায় ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকাবাসীর মধ্যে। এদিন সকালে ঘটনাটি ঘটেছে ফরাক্কার এনটিপিসি মোড়ে। ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়। ব্যাপক যানজটে পড়েন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, শুক্রবার ভোরে মুর্শিদাবাদের ফরাক্কায় একটি এলপিজি গ্যাস ট্যাংকার লিক করে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। গ্যাস বন্ধের চেষ্টা করা হলেও তা বন্ধ করা যায়নি বলে জানা গেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। এই ঘটনায় জেরে বন্ধ করে দেওয়া হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। কাজের দিনে গুরুত্বপূর্ণ রাস্তায় এমন একটি ঘটনায় স্বভাবতই সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। পরে মালদা থেকে এলপিজি ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।