জমি বিবাদে আক্রান্ত জমির মালিক, তদন্তে পুলিশ

জমি বিবাদকে ঘিরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুরে। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আক্রান্ত ব্যক্তির নাম আবদুস সালাম (৬২)। বাড়ির পাশেই তাঁদের জমি রয়েছে। সেই জমিতে বেড়া দিতে গেলে স্থানীয় কিছু লোকজন বাধা দেয়। অভিযোগ, গতকাল সন্ধেয় নমাজ পড়তে যাওয়ার সময় আবদুস সাহেব দেখেন সাজাহান ও তার দলবল তাঁদের জমির বেড়া তুলে দিচ্ছে। তিনি প্রতিবাদ করলে তাঁকে হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করা হয়। নমাজ পড়তে যাওয়ার সময় আবদুস সাহেবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে ইসমাইল। তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মালদা মেডিকেলে রেফার করে দেওয়া হয়। ইসমাইল সাহেবের শারীরিক অবস্থায় আরও অবণতি হতে থাকলে মালদা মেডিকেল থেকে তাঁকে কলকাতায় রেফার করে দেওয়া হয়।
এই ঘটনায় সাজাহান সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।