চিড়ার মিলের দূষণে হাঁসফাঁস ওল্ড মালদায়

স্থানীয় চিড়ার মিল থেকে ছড়াচ্ছে দূষণ। তারই প্রতিবাদে এদিন রাস্তায় নামলেন গ্রামবাসীরা। প্রতিবাদ করায় স্থানীয় পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য৷
পুরাতন মালদার নলডুবিতে একটি চিড়ার মিল রয়েছে৷ ১২ বছরের এই মিলের দায়িত্বে প্রথমে স্বপন মিত্র থাকলেও বর্তমানে তাঁর ছেলে বাবু মিত্র মিলটি দেখাশোনা করছেন৷ সনিকাশি বন্ধ হয়ে গিয়েছে। বাড়ছে মশার উপদ্রব, এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ৷ বারবার বলা সত্ত্বেও দূষণ নিয়ন্ত্রণের জন্য মিল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি৷ বাধ্য হয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা৷ এলাকাবাসীর সমস্যার কথা বলতে গেলে পঞ্চায়েত সদস্য রিপন বর্মণকে, বাবু মিত্র প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ৷
সমস্ত ঘটনা জানিয়ে গতকাল রাতেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই পঞ্চায়েত সদস্য৷ অবশেষে এদিন রিপনবাবুর সঙ্গে নিয়ে পথে নেমে গণস্বাক্ষর সংগ্রহ করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকার ক্ষিপ্ত মহিলারা ওই মিলের ড্রেন বন্ধ করে দিয়ে মিল বন্ধের স্লোগান শুরু করেন।